নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশারীগঞ্জ বহুমুখী মডল উচ্চ বিদ্যালয়টি শুধুমাত্র বালক উচ্চ বিদ্যালয় ঘোষণার দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির প্রাক্তণ ছাত্রবৃন্দ।
আজ রবিবার (১০ নভম্বর) দুপুর কিশারীগঞ্জ বহুমুখী মডল উচ্চ বিদ্যালয় সংলগ স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি করে তারা।
প্রাক্তণ ছাত্ররা বলেন- আমরা যখন পড়াশুনা করেছি তখন বিদ্যালয়টি শুধুমাত্র বালক উচ বিদ্যালয় ছিল। পড়াশুনার মান ছিল খুবই ভাল। বর্তমানে বিদ্যালয়টি বালক ও বালিকা ভর্তি করায় পড়াশুনার মান কমেছে। তাই আমাদের দাবী বিদ্যালয়টি আগের মতো শুধুমাত্র বালক উচ্চ বিদ্যালয় করা হোক। মানববন্ধনটিতে নের্তৃত্ব দেন কিশারীগঞ্জ বহুমুখী উচ বিদ্যালয়র সাবেক শিক্ষার্থী ও চাঁদের হাট ডিগ্রী কলেজের প্রভাষক সাজিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন হিমেল রানা, বরকতুল্লাহ বাবু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।