নীলফামারীতে বিএনপি নেতাদের সাথে শিক্ষক সমাজের মতিবিনিময়

- আপডেট সময় : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীতে বিএনপি নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা শিক্ষক সমাজের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
উপজেলা শিক্ষক সমাজের আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নীলসাগর মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। এতে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী বক্তব্য দেন।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ওয়ার্ড পর্যায়েও আওয়ামীলীগের নেতা কর্মীদের পাওয়া যাচ্ছে না অথচ তারা ১৭বছর দেশ পরিচালনা করলো। আওয়ামীলীগ প্রতিটি ক্ষেত্রকে ধংস করে দিয়েছে। যার খেসারত আমাদের দিতে হচ্ছে।