প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৩, ৩:২১ পি.এম
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

ফজল কাদিরঃ নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওই গ্রামের এন্তাজুল হকের মেয়ে লিমা (৯) ও আরিফ (৭)।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে।
স্থানীয়রা জানায় বাড়ীর ভিতর বৈদ্যুতিক লাইনে নিজের অটো রিক্সা চার্জ দিয়েছিলেন এন্তাজুল হক। ঘটনার সময় চার্জে লাগানো অটোতে উঠে খেলা করছিল দু’ভাই-বোন একপর্যায়ে সর্টসার্কিটে পুরো অটো বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই দু ভাই-বোনের মৃত্যু হয়।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নামে।
ফজল কাদির
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.