মোঃ মারুফ হোসেন লিয়ন: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়ায় সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আয়নাল হক নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন। কাজ শুরুর আগে তিনি বাড়ির মিটারের মেইন সুইচ বন্ধ করেন। তবে মূল লাইনে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আয়নাল হক পঞ্চপুকুর কুঠিপাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন এবং এলাকার একজন সহজ-সরল ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, এখনও পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর আমরা পাইনি। আমরা বিষয়টা খোঁজ নিচ্ছি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।