নীলফামারী প্রতিনিধিঃ ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে নীলফামারীর কিশোরগঞ্জ বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ পালন করেছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় নীলফামারীর কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা।
এই মার্চটি কিশোরগঞ্জ শহীদ আবু সাঈদ চত্বর (সাবেক ঝর্ণা মোড়) হয়ে কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের মোড় হয়ে ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পদযাত্রা শেষ করে। এসময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান সরব হয়ে উঠে। আবু সাঈয়িদ, মুগ্ধ হত্যার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, ফ্যাসিষ্ট সরকারের বিচার চাই, সহ নানা স্লোগান এলাকা ভারী হয়ে উঠেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।