মোঃ মারুফ হোসেন লিয়ন, বিশেষ প্রতিনিধি: নীলফামারী কলেজ স্টেশনের ভাঙ্গারির দোকান থেকে ৪৪ পিস ইয়াবা ও নগদ অর্থ সহ দোকান মালিক গ্রেফতার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ টার পরে । গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ নীলফামারী কলেজ রেলষ্টেশন এলাকায় ভাঙ্গারির দোকানে অভিযান পরিচালনা করে কলেজ পাড়ার মৃত নকু মিয়ার ছেলে দোকান মালিক মোঃ মোস্তাকুর রহমান (৪০) এর দোকান থেকে ৪৪ পিস ইয়াবা ও ৩৮হাজার টাকা সহ তাকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক মোস্তাকুর জানায়, কয়েক দিন যাবৎ সে ভাঙ্গারি ব্যবসার আড়ালে লালমনিরহাট রেলষ্টেশন এলাকা হতে ইয়াবা এনে তার দোকানে ইয়াবা আসক্তদের নিকট ইয়াবা বিক্রয় করে আসছিল।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।