নীলফামারী প্রতিনিধিঃ হঠাৎ করে এক ঝাক শিয়ালের হামলায় নীলফামারী জেলা সদরের পল্লীতে শিশু বৃদ্ধ ও গৃহবধুসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
শনিবার (২৮ সপ্টম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘন্টা জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকার এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে খয়রাত হোসেন (৭০), সুনীল চন্দ্র (৫৫), ওবায়দুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৮), গৌরি রানী (২৮), সাইদার আলী (৪৮), নাসিমা খাতুন (৩৮), বেলাল হোসেন (৫০), শিশু রিফাত হোসেন (৫) ও রিশা মনি (৮) সহ আরও অনেকে জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের বাড়ি ওই ইউনিয়নের মেম্বারপাড়া, কপাড়া, বাহারপাড়া, সরকারপাড়া, হাজীপাড়া ও গুছগ্রাম।
সরকারপাড়ার স্কুল শিক্ষক নূর মোহাম্মদ জানান, সন্ধ্যার পর থেকে একদল শিয়াল হাঠৎ করে ঝোপঝাড় থেকে বেরিয়ে এলাকার গ্রামের রাস্তায় চলাচলকারী মানুষজনকে এবং বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে শিশু-গৃহবধূদের কামড় দিতে শুরু করে।
এসময় শিয়ালের কামড়ে ছয়টি পাড়ায় অন্তত ৫০জন আহত হয়। গ্রামবাসীর লাঠির আঘাতে একটি শিয়াল মারা গেছে। এই শিক্ষকের ধারনা শিয়ালগুলা খাদ সংকটের কারনে হামলা চালিয়ে মানুষজনকে কামড় দিয়েছে। সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম শাহ সত্যতা নিশ্চিত করেন। #
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।