মো. মারুফ হোসেন লিয়ন: নীলফামারীতে বাইসাইকেল ও অটো মুখামুখি সংঘর্ষে পিওনাথ (৬০) নামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) দুপুর ২ টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে টেক্সটাইল রোডে শেখের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিওনাথ নীলফামারীর কালারডাঙ্গা এলাকায় বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান , সড়কে দ্রুতগতির অটো ও বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ । তিনি জানান ,ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে । ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।