নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদরের টেক্সটাইল মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন, নীলফামারী পৌরসভার কলেজপাড়ার মহর আলীর ছেলে মো. রাশেদ পারভেজ। তিনি উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানি প্যাকেজিং শাখার কর্মী ছিলেন। এছাড়া রাশেদ টিআইবি পরিচালিত নীলফামারী সচেতন নাগরিক কমিটির (সনাক) ইয়েস সদস্য এবং সাবেক স্কাউট ও রোভার স্কাউট ছিলেন।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলেযোগে নিজ কর্মস্থল ইপিজেডের দিকে যাচ্ছিলেন রাশেদ। এসময় জেলা সদরের টেক্সটাইল মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত গুরুতর হন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এই তথ্য নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।