নীলফামারীতে ৩০ পিচ ইয়াবা উদ্ধার: গ্রেফতার ১

- আপডেট সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় লিটন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে কিশোরগঞ্জ হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথী মনোয়ার হোসেন কৌশলে পালিয়ে যায়। লিটন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পানিয়াল পুকুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
কিশোরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, , নিতাই ডাংগাপাড়া গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র মনোয়ার হোসেন ও লিটন মিয়া মোটরসাইকেলের পিছনের সিটে করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল কিশোরগঞ্জ হাসপাতাল মোড় হতে মোটরসাইকেল সহ লিটন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। হাসপাতাল চত্বরে আসলে কিশোরগঞ্জ থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার বিষয় স্বীকার করে বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৩।