নীলফামারীত বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলো নয় ব্যক্তি প্রতিষ্ঠান

ফজল কাদির
- আপডেট সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নীলফামারীতে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে (১৪জুলাই) নীলফামারী পরিবার পরিকল্পনা ভবনের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দফতরটির সহকারী পরিচালক আব্দুল মান্নান। বিশষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।