নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা

- আপডেট সময় : ০২:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

ফজল কাদির: গত দু’দিন ধরে কনকন ঠান্ডা বিরাজ করছে উত্তরের জেলা নীলফামারীত। সেই সাথে ঘন কুয়াশার কারনে চরম দূর্ভাগে পড়ছে এ জেলার দরিদ্র মানুষজন। মেঘলা আকাশ আর কুয়াশার কারণ রবিবার দুপুর ২টা পর্যন্ত সূর্য দেখা মেলেনি এই জেলায়। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন বাহিরে বের হতে না পাড়ায় পড়েছেন দুর্ভাগে।
বিশেষ করে ডিমলা উপজলার তিস্তা নদীর কাল ঘঁষা গ্রাম ও চরের মানুষজন সবচয়ে বেশী বেকায়দায় পড়েছন। শীত নিবারণ করত গরম কাপড় সংগ্রহে নিম্ন আয়ের মানুষেরা পৌরসভা মাঠের পুরানা কাপড়ের বাজারে ভীড় করছেন।
সদর উপজলার টুপামারী ইউনিয়নর পুরাতন ষ্টেশন এলাকার ফেরিওয়ালা খলিল হাসন (পচি) জানান, গত দু’দিন ধরে ঘন কুয়াশার কারনে কাজে যেতে পারিনি।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসেরর ইনচার্জ লোকমান হাসান জানান, রবিবার নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।