ফজল কাদির: দ্রব্যের বাজার দর যাচাইয়ে বাজার মনিটরিং করছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমশিনার (ভূমি) মঈন খান এলিস। এসময় তিনি দ্রব্যের দাম বেশি নেয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি ব্যবসায়ীর জরিমানাও করেন।
বুধবার (১৬ অক্টাবর) রাতে তিনি নীলফামারীর কিশোররগঞ্জ উপজেলার প্রধান বাজারে দ্রব্যমূল্য যাচাই করতে মনিটরিংয়ে যান। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কাঁচা মরিচ ও পিঁয়াজের দাম বেশি নেয়ায় এক ব্যবসায়ীর ৫ শত টাকা, অপর দিক ডিমের দাম বেশি নেয়া ও হিসাব না রাখার দায়ে দুই ব্যবসায়ীর ৫ শত টাকা করে ১ হাজার টাকা জরমিানা করেন। বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্য দ্রব্য বিক্রিসহ বাজার দরের তালিকা দোকানের দৃশ্যমান স্থান টাঙ্গানোর নির্দেশ দেন।
এ খবর পেয়ে ক্রেতারা সহকারী কমশিনার (ভূমি) দোকান অবস্থান করছিলেন ক্রেতারা ভিড় করেন এবং এক শত টাকা দরে পিঁয়াজ কিনে নেন।
ক্রেতারা এ সময় বলেন- আমাদের কাছ ব্যবসায়ীরা এক কজি পিঁয়াজ এক শত কুড়ি টাকা দাম নেয়, এসি ল্যান্ড বাজারে উপস্থিত থাকায় এক শত টাকা দরে পিঁয়াজ কিনলাম। কেজিতে কুড়ি টাকা রক্ষা হল। ক্রেতারা এ অফিসারকে নিয়মিত বাজারে মনিটরিংয়ের আহ্বান জানান।
সহকারী কমশিনার (ভূমি) মঈন খান এলিস বলেন- বাজার মনিটরিংয়ে গিয়ে দ্রব্যের দাম বেশি নেয়ার অভিযাগে তিন ব্যবসায়ীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এছাড়া সকলের ব্যবসায়ীকে ক্রেতাদের কাছে দ্রব্যের ন্যায্য মূল্য নেয়াসহ দ্রব্যের ন্যায্য দরের তালিকা দোকান ঘর দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।