ষ্টাফ রির্পোটারঃ অবৈধ দখলদারদের কবল থেকে বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েক কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েক কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধার করেছে প্রশাসন।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে কিশোরগঞ্জ থানা সংলগ্ন ৬৯ শতাংশ জমি আছে। এক সময় ওই জায়গায় কুষ্ঠ হাসপাতালের কার্যক্রম পরিচালিত হত। পরবর্তীতে কুষ্ঠ রোগের কার্যক্রম উপজেলা হাসপাতালে পরিচালিত হওয়ায় জায়গাটি পরিত্যক্ত থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের অলক্ষে ভুমি দস্যুরা তা অবৈধ দখল করে। তারা সেখানে বাস-মিনিবাস শ্রমিক অফিস, কোচিং সেন্টার ও ওয়েল্ডিং কারখানাসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে। এর আগে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসন নড়েচড়ে বসে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সম্পত্তি উদ্ধারের জন্য আবেদন করলে ওই জায়গায় অবৈধ দোকানপাট উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া প্রদান হয়। ফলে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস হাসপাতালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। এতে হাসপাতালের কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল। হাসপাতাল কর্তৃপক্ষ ফিরে পেল তাদের কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন বলেন- প্রশাসনের সহযোগিতায় হাসপাতালের কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করা সম্ভব হল। জায়গাটি যাতে আর কেউ বেদখল করতে না পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস জানান- দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬৯ জমি বেদখল করেছিল কতিপয় ব্যক্তি। আইনি প্রক্রিয়া শেষে মূল্যবান সে সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।