নীলফামারীর সীমান্ত গ্রামে অসহায় পরিবারের মাঝে বিজিবির কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৪:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

ফজল কাদির: শৈত্যপ্রবাহের উত্তরাঞ্চলের নীলফামারীর চিলাহাটির ভোগডাবুড়ি ভারত সীমান্তের ধারে বসবাসকৃত বাংলাদেশী অসহায় শীতার্ত ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মো. সিরাজুল ইসলাম ২৫০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে একটি করে বিতরণ করেন।
এ সময় তিনি অসহায় মানুষদের বলেন, বিজিবি সব সময় দুর্যোগকালীন সময়ে অসহায় ও বিপদাপন্ন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চিলাহাটি সীমান্তের নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এ ধরণের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে বিজিবি কম্বল বিতরণ করলো। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধু আজকের এই কর্মসূচিই নয়, ৫৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। বিজিবি সর্বদা সীমান্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, পিবিজিএমএস-এর জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন এই তীব্র শীতের কঠিন সময়ে বিজিবি পাশে দাঁড়িয়ে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাই বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান অসহায় এই মানুষগুলো। তারা জানান, ভারত সীমান্তের জলপাইগুড়ি হলদিবাড়ীর পাশে বাংলাদেশের ডাঙ্গাপাড়া,খালপাড়া সহ বিভিন্ন গ্রামে তাদের বসবাস। এখানে প্রচন্ড ঠান্ডা। বিজিবির এই কম্বল আমাদের শীত নিবারণে অনেক সহায়তা এনে দিয়েছে।







.gif)





