স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।
গতকাল সোমবার (২৯ মে) বিএসটিআই এর অভিযানে পরিচালকের কালে ওজন ও পরিমাপে কম দেয়ার অভিযোগে উপজেলার চৌমুহনীবাজারস্থ মেসার্স রওশন এন্ড রজব ফিলিং স্টেশনের ৩০,০০০/- টাকা এবং তেল ট্যাংকলরীর বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় শহরের বাসটার্মিনাল এলাকার মেসার্স খালেক ফিলিং স্টেশনকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।
নীলফামারী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও পরিদর্শক (মেট্রোলজি উইং) মোঃ হাফিজুর রহমানের নের্তৃত্বে অভিযান পরিচালিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।