মোঃ মারুফ হোসেন লিয়ন: ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ রোধে নীলফামারী জেলা কারাগারে সপ্তাহব্যাপী শুরু হয়েছে ‘মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’।
আজ (২জুলাই) বিকালে নীলফামারী জেলা কারাগারে এ ‘মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। এ প্রেক্ষাপটে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ নেয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, জৈব ও রাশায়নিক স্প্রে, ড্রেন ও স্থায়ী জলাবদ্ধ স্থানে লার্ভানাশক প্রয়োগ করা হচ্ছে।
নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, কারাগার একটি ঘনবসতি পুর্ণ পরিবেশ। এখানকার প্রত্যেক বন্দি ও কর্মকর্তা কর্মচারীর স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছি। সপ্তাহজুড়ে পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা মুলক বার্তা পৌঁছে দেবো।
এই কর্মসুচিতে পৌরসভা, স্বাস্থ্য বিভাগসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহযোগীতা করছে। অভিযানকালে নীলফামারী জেলা কারাগারের জেলার(ভারপ্রাপ্ত) ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।