নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৬ জুলাই কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মীর সেলিম ফারুককে আহবায়ক ও এ এইচ এম সাইফুল্লাহ রুবেল সদস্য সচিব করা হয়েছে। এই কমিটিতে সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, ও রেজাউল ইসলাম কালুকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
নতুন কমিটির যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ বলেন, কমিটি ঢেলে সাজানো হবে,তা আমার জানা ছিল না। তবে শোকারিয়া আদায় করছি। সবাই মিলে ভাল কিছু করার আশা পোষণ করছি।
জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার বলেন, কোন ঘোষণা ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে। এটি হাই কমান্ডের এখতিয়ার।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।