ফজল কাদির: নীলফামারী মেডিক্যাল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবীতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে শহরের চৌরঙ্গী মোড় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সায়েম, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, পৌর জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যদি মেডিক্যাল কলেজ নিয়ে কোন ষড়যন্ত্র করা হয় তাহলে কঠোর কর্মসুচী ঘোষণা করা হবে এবং লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে।
এ ব্যাপারে নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, নীলফামারী মেডিক্যাল কলেজটি সরানো কিংবা বন্ধ করার ব্যাপারে অফিসিয়ালী কোন তথ্য পাওয়া যায়নি।
তবে আগামী ১১মার্চ মন্ত্রনালয়ে সভা রয়েছে। নতুন মেডিক্যাল কলেজ গুলোর সমস্যা চিহিৃতকরণ ও সম্ভাবনা বিষয়ক এই সভা আহবান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।