লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-০৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) পুনরায় জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান আদেল এমপি।
সোমবার বিকেল ৫ টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
কিশোরগঞ্জ উপজেলা শাখার জাতীয় পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম বলেন, আদেল এমপি মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দ উল্লাসে মেতে উঠেছি। আমাদের মাঝে আজ ঈদের খুশি বিরাজ করছে। আসন্ন সংসদ নির্বাচনে আমরা লাঙ্গলকে বিজয়ী করব
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।