পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসীম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বেভল পাড়ায় এ ঘটনা ঘটে। অসীম ওই এলাকার নিশিকান্ত চন্দ্র বর্মনের ছেলে।
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ হায়দার বলেন, দুপুরে মা সুমিত্রা রাণীর সঙ্গে ঘুমিয়ে ছিল অসীম। একপর্যায়ে শিশুটির ঘুম ভেঙে গেলে খেলার ছলে স্টিলের ট্রাংকের উপরে থাকা মাল্টিপ্লাগে ফ্যানের টুপিন লাগাতে গেলে আঙ্গুল ঢুকে বিদ্যুতায়িত হয়। ঘুমের ছলে মা সন্তানকে পাশে দেখতে না পেয়ে বিছানা থেকে উঠলে বিদ্যুতায়িত অবস্থায় দেখতে পান। এলাকাবাসীর সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।