সৈয়দপুর ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষা দিতে না পারা ছাত্রীর বিষয়টি বিবেচনা করছে সরকার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট: অসুস্থ মাকে হাসপাতালে দিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা সেই শিক্ষার্থীর ব্যাপারে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন সরকার।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুক পোস্টে এই তথ্য জানা যায়।

উপপ্রেস সচিব সেখানে লিখেন, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি বাংলা ১ম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশের অনেক গুনিজন সোশ্যাল মাধ্যমে তুলে ধরেছেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। সেই সাথে ওই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন ঢাকা শিক্ষাবোর্ডের অধীন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। দেরি হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


পরীক্ষা দিতে না পারা ছাত্রীর বিষয়টি বিবেচনা করছে সরকার

আপডেট সময় : ০৬:১৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

ডেস্ক রিপোর্ট: অসুস্থ মাকে হাসপাতালে দিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা সেই শিক্ষার্থীর ব্যাপারে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন সরকার।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুক পোস্টে এই তথ্য জানা যায়।

উপপ্রেস সচিব সেখানে লিখেন, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি বাংলা ১ম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশের অনেক গুনিজন সোশ্যাল মাধ্যমে তুলে ধরেছেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। সেই সাথে ওই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন ঢাকা শিক্ষাবোর্ডের অধীন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। দেরি হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।