বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ কাতার বিশ্বকাপ যেমন আর্জেন্টিনাকে সফলতা দিয়েছে তেমনি বাংলাদেশ জায়গা করে নিয়েছে আর্জেন্টাইনদের অন্তরে। যে কারণে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।
ঈদুল আজহার দিনে আর্জেন্টিনা জাতীয় দল আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একসাথে করে একটি কার্ড শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছে দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদের, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’