বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের ধাক্কায় ২ আরোহী নিহত

নুরুল হক
- আপডেট সময় : ০৭:০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় ২ আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (১৮ আগস্ট) সকালে নালুয়া খালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার গাওলা ইউনিয়নের মাঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৪) ও লিয়াকত শেখের ছেলে রানা শেখ (২৫)।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দুই যুবক উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।