বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা নামে (৩৩) এক যুবককে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোরে শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করে পুলিশ। সোহেল রানা একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করেন। তল্লাশির সময়ে তার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করি। এসময় তার শয়নকক্ষে বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল বলে আমাদের মনে হয়েছে।







.gif)










