ফজল কাদির: ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে নীলফামারীতে স্বরণ সভা ও মৌণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টাবর) দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আয়াজনে অধ্যক্ষর কার্যালয়ের সামনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।