বেগম জিয়ার ক্রিটিকাল পরিস্থিতে নীলফামারী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির নির্বাচনী সকল কার্যক্রম সাময়িক স্থগিত
- আপডেট সময় : ০২:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ক্রিটিকাল পরিস্থিতিতে নীলফামারী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি নির্বাচনী সকল কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সোমবার দুপুর থেকে তাঁর নির্বাচনী কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছেন।
তিনি বলেন,ম্যাডাম জিয়ার শারীরিক পরিস্থিতি স্ট্যাবল হলে ফের নির্বাচনী কার্যক্রম চলবে ইনশাআল্লাহ্। বেগম জিয়ার জন্য সুস্থ্যতা কামনায় আল্লাহর কাছে পানাহ চেয়ে সৈয়দপুর জামিয়া আরাবিয়া মাদ্রাসায় বিকালে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার প্রমুখ। এসময় শত শত শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বাদ মাগরিব নীলফামারী ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ্ রুবেল তাঁর নির্বাচনি সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন।
এছাড়া জেলার প্রতিটি উপজেলায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করছেন।







.gif)


