আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষার ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। রবিবারও তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডায় জনজীবন ব্যাহত হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে অনেক এলাকায় জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের লোকজনও পৌঁছাতে পারছে না। অনেক জায়গায় আট ফুটের মতো চওড়া তুষারের স্তুপ পড়ে গেছে।
সেখানে বিদ্যুৎ না থাকায় অনেককেই তীব্র শীতে কষ্টকর জীবন কাটাতে হচ্ছে। কোথাও কোথাও তাতে মানুষের জীবনে ঝুঁকিও বাড়ছে।
বিভিন্ন সূত্র বলছে, দুই লাখের বেশি মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। সব জায়গার খবর না পাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ।
এদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নতি করতে অনেক ইলেকট্রিক কোম্পানি জনগণকে বড় যন্ত্রপাতি না চালাতে বলেছে। পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে শক্তি সংরক্ষণ করতে বলেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।