হাফিজার রহমান: রংপুর তারাগঞ্জ উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের ঘনিরামপুর খুনিয়ার দোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা (৫৫) এক বৃদ্ধা নিহত হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
ঘনিরামপুর বেলতলি এলাকার স্থানীয় লোকজন জানান, বেশ কিছু দিন ধরে ওই বৃদ্ধা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। কেউ কিছু খাবার দিলে খেত। কারও সঙ্গে কোনো রকম কথাবার্তা বলতো না। শুধু একাই নিজে নিজে কথা বলতো।
ঘনিরামপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, মহিলাটিকে আমি দেখছি, সে কয়েক দিন ধরে আমাদের এলাকায় আছে। কাউকে কিছু বলে না। মানসিক ভারসাম্যহীন ছিল। আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে বের হয়ে শুনি, সে খুনিয়ার দোলা নামক ওই স্থানে কোনো গাড়ির ধাক্কায় মারা গিয়ে রাস্তাতেই পড়ে ছিল।
ধারণা করা হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, নিহত বৃদ্ধার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার লাশ এখন হাইওয়ে থানাতেই আছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।