নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর দুই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। শনিবার (৫ আগস্ট) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দুই রোগী মারা যান। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে মারা যান আরও একজন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মুগদা হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৯ জন। সেখানে মোট রোগীর সংখ্যা এখন ৫০১। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে একদিনে নতুন রোগী ভর্তি ৭৯ জন। ছাড় পেয়েছেন ৮৬ রোগী। বর্তমানে ২৮৫ জনের চিকিৎসা চলছে ওই হাসপাতালে।
চলতি মাসের প্রথম চার দিনেই সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার এবং প্রাণ গেছে ৪২ জনের।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।