লটারির মাধ্যমে নীলফামারী পৌরসভায় ওএমএস’র জন্য নতুন নয় ডিলার নির্বাচন
- আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন: লটারির মাধ্যমে নীলফামারী পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়জন ডিলার নির্বাচন করা হয়েছে। খোলা বাজারে (ওএমএস) এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রি করবেন নির্বাচিতরা।
আজ বুধবার বিকেলে (২জুলাই) জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই লটারি অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, নীলফামারী পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়জন ডিলারের জন্য ১৭০জন আবেদন করেন। যাচাই বাছাই শেষে ১০৭জনকে বৈধ ঘোষণা করা হয়।
লটারির মাধ্যমে নয়টি ওয়ার্ডে নয়জনকে নির্বাচন করা হয়। আগামী সোমবার থেকে তারা খাদ্যশস্য বিক্রি শুরু করবেন।
এ সময় নির্বাচিতরা হলেন আনিসুর রহমান(১নং ওয়ার্ড), মাহাদিয়া আমিন(২নং ওয়ার্ড), শাফিউল ইসলাম সাগর(৩নং ওয়ার্ড), আবু তাহের(৪নং ওয়ার্ড), পায়েলুজ্জামান রকসি(৫নং ওয়ার্ড), ময়নুল ইসলাম(৬নং ওয়ার্ড), আসাজাদ দৌলা ডলার (৭নং ওয়ার্ড), রুহিত রহমান রুদ্র(৮নং ওয়ার্ড) ও শাকিল আহমেদ (৯নং ওয়ার্ড)।







.gif)









