লাঞ্চনার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

- আপডেট সময় : ১০:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার লাঞ্চনার অভিযোগে বাহাগিলী ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউপি সদস্যরা ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের ব্যানারে ইউপি চেয়ারম্যানের গুন্ডা বাহিনী দিয়ে তদন্ত কর্মকর্তার সামনে ২ ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্যকে লাঞ্চিত, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও বিচারের দাবী করা হয়। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য স্বপন রানা, খলিলুর রহমান ডাবলু, ইয়াহিয়া, মুরাদ হোসেন প্রমুখ।
ইউপি সদস্যরা বক্তব্যে বলেন- আমাদের ইউপি সদস্যের লাঞ্চিত করার বিচারসহ অনিয়ম ও দুর্নীতির বিচার চাই। চেয়ারম্যানের অপসারণের দাবী তুলে তারা আরও বলেন- চেয়ারম্যান তার নিজের খেয়াল-খুশিমত ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন। আমাদের কোন মতামত নেওয়া হয় না। আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিচারসহ অপসারণ চাই।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের সাথে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন- আওয়ামী লীগের পদধারী কিছু ইউপি সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা অন্যান্য সদস্যদের উস্কে দিচ্ছে। লাঞ্চিতের ঘটনাটি তাদের সাজানো।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক জানান- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।