প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ১০:৩৬ এ.এম
শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাসে কিশোরগঞ্জের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো খুলেছে

ফজল কাদির, নীলফামারীঃ শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাসে নীলফামারীর কিশোরগঞ্জের স্কুল, স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা প্রধানগণের সাথে আলোচনা করে রবিবার সকালে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে প্রশাসন।
এ বিষয়ে রবিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। উল্লেখ্য, গত ৩১ আগস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুরাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান প্রমুখ। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানগণ অংশ গ্ৰহণ করে।
উপজেলার শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে আলোচনাসহ সভায় শিক্ষকদের সমস্যা ও সমাধান বিষয়েও কথা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.