শিক্ষাপ্রতিষ্ঠান,পাড়া- মহল্লায় বখাটে ঘোরাফেরা করলে গোয়েন্দা কার্যালয়ে নেয়ার নির্দেশ

- আপডেট সময় : ০৩:৩০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। (২৫ সেপ্টেম্বর) রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় রেলওয়ে মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রাবেয়া আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, মহলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌরসভার প্যানেল মেয়র শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) আমিরুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক সাকির হোসেন বাদল , ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম, শিল্পপতি রাজকুমার পোদ্দার , নীলফামারী জেলার বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি সহনেওয়াজ সানু প্রমূখ।
এ সময় জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, উপজেলার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কথা শোনেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,পুলিশী সেবা পেতে পুলিশের পিছনে ছুটতে হবে না, পুলিশ সেবা নিয়ে পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়, সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে সকলকে একসাথে কাজ করতে হবে।
স্কুল চলাকালীন কোন শিক্ষার্থীকে হোটেল রেস্টুরেন্ট কিংবা পার্কে পাওয়া গেলে তাকে আটক করার নির্দেশ দিয়েছেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।এছাড়াও স্কুল কলেজের সামনে এমনকি পাড়া মহল্লায় কোন বখাটে ঘোরাফেরা করলে তাদেরও আটক করে গোয়েন্দা কার্যালয়ে(ডিবি) নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশ সুপার মহোদয় আরও বলেন নীলফামারী জেলাকে মাদক,জুয়া, সন্ত্রাসবাদ ও সুশৃঙ্খল একটি জেলা হিসেবে গড়ে তোলার জন্য জেলা পুলিশ, নীলফামারী বদ্ধপরিকর, এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।