ষ্টাফ রিপোর্টার: নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জাপা নেতা শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক শনিবার বিকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টীর সভাপতি ও শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক সাংবাদিকদের মত বিনিময়কালে বলেন, এই আসনের সংসদ সদস্য দলীয় নেতা-কর্মীদের সঠিকভাবে মুল্যায়ন করছেন না। এ এলাকার কাংখিত উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের আশা-আকাংখাও পূরণ হয়নি। তাই দলের হাই কমান্ডের ইঙ্গিতে আমি মাঠে নেমেছি। কিশোরগঞ্জের অনেক মানুষ আমার শিল্প-কারখানায় কাজ করে কর্মসংস্থান করছে।সৈয়দপুরের মত কিশোরগঞ্জেও আমি অবিলম্বে শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগ নিব। এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হলে এই এলাকা আরো সমৃদ্ধ হবে।
মত বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জাপার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আলম হোসেন, সৈয়দপুর পৌর জাতীয় পার্টীর সদস্য সচিব রাকিব খান, সৈয়দপুর পৌর জাতীয় পার্টীর যুগ্ম আহবায়ক শামসুদ্দিন অরুণ,সৈয়দপুর রাজনৈতিক জেলার জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি রওশন মাহালামা, সৈয়দপুর পৌর জাতীয় পার্টীর যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলার জাতীয় যুব
সংহতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।