ফজল কাদির: সৈয়দপুর রাজনৈতিক দলের জেলা বিএনপি সভাপতি ও নীলফামারী -৪ আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেছেন, আমাদের মধ্যে কোন অনৈক্য ও বিভেদ নেই। বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী একযোগে জনগণের ঘড়ে ঘড়ে পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছালাম দিন। দেখবেন জনগণ আমাদের কাছে টেনে নিবে।
আজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার সদর এলাকার কামারপাড়া জামে মসজিদ মাঠে কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ গফুর আরো বলেন, বিএনপি সব সময় জনগণের কথা বলে। তৎকালীন রাহুগ্রাসের কবল থেকে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ধারা প্রবর্তন করেছিলো। গুম, খুন, বিচার বহির্ভুত হত্যা, জুলুম, হামলা ও মামলার শিকার হয়েছে বিএনপির কর্মীরাই বেশী। এর পরের ফ্যসিস্টদের সাথে কখনোই আপোষ করেনি । তাই দেশের বেশীরভাগ ভোটার এবার বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নীলফামারী -৪ আসন (কিশোরগঞ্জ-সৈয়দপুর) বিএনপির ঘাঁটি। এই সুযোগটি আমরাও কাজে লাগাব। সবাই একযোগে কাজ করে ধানের শীষকে জয়ী করব ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।