সৈয়দপুর ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, ৩ জন আটক

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি: সিলেটে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও রশিদ বই সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পুলিশ অভিযান চালিয়ে নগরীর পূর্ব পীরমহল্লার প্রভাতী ১১৯/সি নম্বর বাসা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আটক ব্যবসায়ীরা হলেন, নগরীর পূর্ব পীরমহল্লা, প্রভাতী-১১৯/ সি-এর বাসিন্দা মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের আজির উদ্দিন (৩০) ও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের রাসেল আহমদ (৩২)।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ প্রথমে সিলেট নগরীর আম্বরখানা পেট্রোল পাম্প এলাকায় ওই ৩ জনকে ৫ হাজার ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে বাসায় অভিযান চালালে আরও ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কায়সার দস্তগীর, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নগরীর আম্বরখানা এলাকায় ইয়াবার চালান হাতবদল হবে এমন গোপন সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও রশিদ বই জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর পীর মহল্লা ওই বাসায় অভিযান চালিয়ে আরও ৯ হাজার ৬০০ পিসসহ মোট ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


সিলেটে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, ৩ জন আটক

আপডেট সময় : ০২:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

সিলেট প্রতিনিধি: সিলেটে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও রশিদ বই সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পুলিশ অভিযান চালিয়ে নগরীর পূর্ব পীরমহল্লার প্রভাতী ১১৯/সি নম্বর বাসা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আটক ব্যবসায়ীরা হলেন, নগরীর পূর্ব পীরমহল্লা, প্রভাতী-১১৯/ সি-এর বাসিন্দা মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের আজির উদ্দিন (৩০) ও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের রাসেল আহমদ (৩২)।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ প্রথমে সিলেট নগরীর আম্বরখানা পেট্রোল পাম্প এলাকায় ওই ৩ জনকে ৫ হাজার ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে বাসায় অভিযান চালালে আরও ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কায়সার দস্তগীর, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নগরীর আম্বরখানা এলাকায় ইয়াবার চালান হাতবদল হবে এমন গোপন সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও রশিদ বই জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর পীর মহল্লা ওই বাসায় অভিযান চালিয়ে আরও ৯ হাজার ৬০০ পিসসহ মোট ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।