রুপন আহমেদঃ হাওরে বোরো ধান কাটার সময় সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে রমজান আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোলঘাট হাওড়ে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (১৫) উপজেলার কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে।
এলাকাবাসী জানান, দুপুরে দুজন বাড়ির পাশে গোলঘাট হাওড়ে ধান কাটতে যায় রমজান আলী। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী বলেন, হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে রমজান আলী মারা যায় ও মুকুট মিয়া আহত হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।