নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরে বেসরকারী টেলিভিশন চ্যানেল 'এশিয়ান টিভি'র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। "দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন" এই প্রতিপাদ্যে আজ বুধবার বিকালে সৈয়দপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন।
এশিয়ান টেলিভিশন সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন খোকন, প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার (নীলফামারী) সাকির হোসেন বাদল, প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি এম এ করিম মিষ্টার সহ প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।