মোঃ মারুফ হোসেন লিয়ন, স্টাফ রিপোর্টার: এবছর সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরে ৯৮৯ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) শহরের লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার ৭৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কিন্ডারগার্টেন ও বেসরকারী স্কুল মিলে প্রায় শতাধিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়। দিনভর অত্যন্ত সুষ্ঠু পরিবেশে দুই পর্বে পরীক্ষা নেয়া হয়।
সকালে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল রায়হান। এসময় তার সাথে ছিলেন কেন্দ্র সচিব লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান সরকার।
হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শহরের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস ও সহকারী হল সুপার ছিলেন তুলশীরাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান।
কেন্দ্র সচিব লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান সরকার জানান, মূলতঃ পরীক্ষার্থী ৯৯৬ জন। এর মধ্যে ৯৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং অনুপস্থিত ছিল ৭ জন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।