মোঃ মারুফ হোসেন লিয়ন: নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প মেলা শুরু হয়েছে । স্বাধিন ডেকোরেটর এন্ড ইলেকট্রনিক এর উদ্যোগে গতকাল রবিবার (২৯ জুন ) রাত সাড়ে দশটায় সৈয়দপুর সেনানিবাস ফেয়ার পার্কে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল প্রার্থনা ফারদিন দীঘি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার , সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, মেলা বাস্তবায়ন কমিটির মোঃ আশরাফুল ইসলাম ,মোঃ শাকিল আহমেদ মোঃ লুৎফর রহমান,মোঃ লিটন ,মোঃ সোহেল রানা সহ নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা ,বার্তা ২৪.কমকের প্রতিনিধি মোঃ মারুফ হোসেন লিয়ন,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলা বাস্তবায়ন ও পরিচালনা কমিটির সদস্যারা বার্তা ২৪.কমকে জানান এ মেলায় শিশুদের বিভিন্ন রাইড ও নানা পণ্যের স্টল রয়েছে। মেলা উদ্বোধনের পর পর দর্শনার্থীদের ঢল নামে। শিশুসহ নানা বয়সী মানুষেরা বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন। মেলার দোকান গুলোতে নানা বয়সী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের তাদের পণ্যের প্রচারসহ ব্যবসা-বাণিজ্যে গতি আনতে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সৈয়দপুর বিনোদনের জায়গার অভাব রয়েছে। মেলায় বাচ্চাদের বিভিন্ন রাইড আনা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের মেলা বেশি করে আয়োজন করতে হবে। মানসম্মত পণ্য উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এতে দেশ লাভবান হবে এবং ক্রেতা-বিক্রেতা উপকৃত হবে। বর্তমান সময়ে ছেলে-মেয়ে কেউ বেকার থাকতে চায় না। দেশের অর্থনৈতিক উন্নয়নে ছোট ছোট উদ্যোক্তারা ব্যাপক ভূমিকা রেখে চলছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য সামগ্রীর প্রচার ও প্রসার বাড়াতে হবে। এখানো নানা পণ্যের দোকানের পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। নানা বয়সী মানুষেরা মেলায় এসে ভাল সময় পাড় করতে পারবেন বলে আশা করছি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।