প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ৭:৪১ এ.এম
সৈয়দপুরে যানজট নিরসনে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মারুফ হোসেন লিয়ন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফারীর সৈয়দপুরে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে যানজট নিরসনে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়ে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকীর আহবানে ও সৈয়দপুর পৌরসভার আয়োজনে ওই সভায় সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, ইজিবাইক, রিকশা মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের নাগরিকরা অংশ নেন।
পৌর প্রশাসকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, বিএনপির রশিদুল হক সরকার, শেখ বাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, এরশাদ হোসেন পাপ্পু, শওকত হায়াৎ শাহ, শামসুল আলম, আনোয়ার প্রামাণিক, রিয়াদ আরফান সরকার রানা, জিয়াউল হক জিয়া, ফরহাদ হোসেন, জামায়াতের আব্দুল মুনতাকিম, ব্যবসায়ী আলতাফ হোসেন, সাংবাদিক সাকির হোসেন বাদল, জসিম উদ্দিন, টিআই মাহফুজ আলম প্রমুখ।
বক্তারা সৈয়দপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট নিরসনের উপায় বের করতে ফুটপাত দখলমুক্ত রাখা, দিনের বেলায় শহরে ক্যাভার্ড ভ্যান, ট্রাক, লরি প্রবেশ বন্ধ রাখা, মাত্রতিরিক্ত ইজিবাইক লিমিটে রাখা, যত্রতত্র অটো স্ট্যান্ড রোধ করা, রাস্তা দখল করে দোকানদারী রোধ করা, ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন এবং এসব বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন।
মতবিনিময় সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে খুব শীঘ্রই সর্বস্তেেরর প্রতিনিধিদের নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত কথা জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.