নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস ও বিস্ফোরক মামলায় জামিন নিতে গেলে নীলফামারীর সৈয়দপুর জেলা বিএনপির ১০ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার (৩ জানুয়ারী) নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল করিম এ আদেশ করেন।
আটক নেতারা হলেন- জেলা বিএনপির সহ সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, জেলা বিএনপির অন্যতম সদস্য প্রভাষক শওকত হায়াত শাহ, কোষাধ্যক্ষ ও সাবেক পৌর কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, সৈয়দপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন আকতার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, বিএনপি নেতা আনোয়ার হোসেন হাবলু, জাহিদ হাসান, দেলোয়ার হোসেন, মাহবুব আলম ও লাড্ডান ওরফে ইমরান।
প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে আকর্ষিক হামলার প্রতিবাদে শহরে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে বিএনপি। এতে পুলিশ বাধা দেয় ও বিএনপি অফিসে অভিযান চালিয়ে লাঠিসোটা উদ্ধার করে। মামলা রুজু হলে আসামীরা মহামান্য হাইকোর্ট হতে ০৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন লাভ করে। জামিনের মেয়াদ শেষের পূর্বে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নীলফামারী দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত বিএনপির এই ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের আদেশ করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি বাবু অক্ষয় কুমার বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।