সৈয়দপুরে চাঞ্চল্যকর আকলিমা হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড
- আপডেট সময় : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুরে আকলিমা খাতুন নামে এক গৃহবধুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। দন্ডিতরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়ার মৃত আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক (৩৫) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম শুভ (৩৫)।
আজ সোমবার (১ডিসেম্বর) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক মোঃ জিয়াউদ্দিন মাহমুদ এই রায় প্রদান করেন।
মামলা সুত্র জানায়, কামারপুকুর ইউনিয়নের কিসামত সরকারপাড়ার মৃত আবেদ আলীর কন্যা আকলিমার বিয়ে হয় পার্বতীপুরের শরিফুল ইসলামের সাথে। বিয়ের পর থেকেই মনোমালিন্য শুরু হয় আকলিমার। ২০২০ সালের ১৫ আগষ্ট শশুড় বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন আকলিমা। কিছুদিনের মধ্যে স্বামী তালাকনামা পাঠালে হতাশাগ্রস্থ হয়ে পড়েন ওই নারী। ২২ আগষ্ট বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার মা। পরে মৎস্য খামারের পেছনে একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হলে পুলিশ তদন্তে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রতিবেদন দাখিল করা হয়।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি মো. আসাদুজ্জামান খান রিনো জানান, গৃহবধু আকলিমা হত্যা মামলায় দুই আসামীর বিরুদ্ধে আদালতে ১৪জন স্বাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত হয় বিজ্ঞ আদালত দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ করে টাকা অর্থদন্ড প্রদান করেন।







.gif)


