সৈয়দপুরে রাইস কুকারের সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা ডাক্তারপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম খোদেজা বেগম (৩৭)। তিনি ঐ গ্রামের মোঃ মোরছালিনের স্ত্রী। তার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।
জানা যায়, নিহত গৃহবধূ বিকালে ছাগল চড়িয়ে বাড়ি ফেরেন। তারপর রাতের জন্য ভাত রান্না করতে রাইস কুকারের প্লাগ বোর্ডে দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করেন।







.gif)









