সৌরজগতের সব গ্রহ একসঙ্গে দেখার সুযোগ মিলল অনেক দিন পর

- আপডেট সময় : ০২:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ৩২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ রাতের আকাশে সৌরজগতের সব গ্রহ একসঙ্গে দেখার সুযোগ মিলল অনেক দিন পর। এর মধ্যে পাঁচটি গ্রহ খালি চোখেই দেখা গেছে। আর দূরের দুই গ্রহ ইউরেনাস ও নেপচুন ভালোভাবে দেখার জন্য ব্যবহার করতে হয়েছে দুরবিন। যুক্তরাজ্যসহ বিভিন্ন স্থান থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার মহাকাশ পর্যবেক্ষকদের এ বিরল সুযোগ মেলে।
যুক্তরাজ্য থেকে বুধ ও শুক্র গ্রহকে দেখা অবশ্য কিছুটা কষ্টসাধ্যই ছিল। যুক্তরাজ্যের সময় বৃহস্পতিবার সূর্যাস্তের কিছুক্ষণ পর এগুলো দেখা যায়।
দক্ষিণ ইউরোপ বা বিষুবরেখার কাছাকাছি অঞ্চল থেকেও প্রায় সমান্তরাল রেখায় সব গ্রহ দেখা যাওয়ার কথা। সৌরজগতের এসব গ্রহ তারার মতো জ্বলে না। তবে শনি ও বৃহস্পতি তুলনামূলকভাবে উজ্জ্বল। আর মঙ্গলের রং লালচে। লন্ডনভিত্তিক রয়াল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানী ড. রবার্ট ম্যাসি বলেছেন, ‘২০৩২ সাল পর্যন্ত হিসাব ধরলে মঙ্গল গ্রহ বর্তমানে যুক্তরাজ্য থেকে সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। এত কাছে এটিকে দেখতে পেতে আবার অনেক বছর অপেক্ষা করতে হবে। ’
প্রসঙ্গত, গত জুনে আকাশে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ কাছাকাছি দেখা গিয়েছিল। সূত্র : বিবিসি