ফজল কাদির: ইসলাম অভাবী চোরের হাত কাটতে বলেনি, বলেছে স্বভাবী চোরের হাত কাটতে। বিগত দিনে অনেক এমপি-মত্রী স্বভাবী চোর বেশে দেশের অস্তিত্ব বিপন্ন করেছে। দেশের অর্থ লুঠ করে বিদেশে পাঁচার করেছে। এ কারণেই দেশের অগণিত মানুষ অভাবে দিন কাটায়। এই স্বভাবী চোররা তাই ইসলামকে ভয় পায়।
বৃহস্পতিবার রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্থানীয় স্টেডিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক হাত পাখা মার্কার জনসভায় বক্তব্যকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের সিংহভাগ শিক্ষিত বেকার যুবকরা বেকার। সাড়া দুনিয়ায় এতো বেকারত্ব আর দেখা যায় না। ওই সব স্বভাবী চোরদের কারণে দেশের এমন দশা হয়েছে। এগুলোর পরিবর্তনের দরকার নেই ? অবশ্যই আছে। তা না হলে আমরা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারব না। একমাত্র ইসলামই পারে দেশকে সঠিক দিকে পরিচালিত করতে। মায়ের কোলে যেমন শিশুরা নিরাপদ, তেমনি ইসলামের কাছে এদেশের বিজাতি মানুষও নিরাপদ। আমাদেও নবী করিম (সঃ) বলেছেন, জান-মাল তোমাদের কাছে যেমেন নিরাপদ, তেমনি বিজাতির জান মাল গুরুত্ব একইভাবে কায়েম করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে জামায়তে ইসলামী বলছেন, দেশ নাকি শরিয়া আইন অনুযায়ী চলবে না। শরিয়া কি? নামাজ পড়া, হজ্ব করি,যাকাত দেই, রোজা করি। তাঁরা প্রচলিত আইনে দেশ চালাবার কথা বলে কি আমাদের নামাজ না পড়ার ইঙ্গিত দিচ্ছে। যাঁরা শরিয়া মানে না, তাঁরা ইসলামও মানে না। তাঁদের দ্বারা দেশের শান্তিও আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, ইসলামের জন্য রাজনীতি করে। একমাত্র ইসলামের পক্ষের বাক্স হল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা মার্কা। তাই তরুণ নতুন ভোটারদের আহবান জানাচ্ছি তোমাদের প্রথম ভোটটা হোক ইসলামের পক্ষে। তিনি বক্তব্যকালে, ইসলামী আন্দেলনের নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ শহিদুল ইসলাম, নীলফামারী -১ আসনের প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আব্দুল জলিল, নীলফামারী-৩ আসনের প্রার্থী আমজাদ হোসেন সরকারকে পরিচয় করে দিয়ে হাতপাখা মার্কায় ভোট চেয়ে ইসলামী শরিয়াহ বলবৎ প্রত্যয় ব্যক্ত করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী-২ আসনের প্রার্থী এ্যাড. এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সেক্রেটারী জেনারেল সুলতান মাহমুদ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইনুল ইসলাম মিঠুন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মুফতী মুহাম্মদ আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।