সৈয়দপুর ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবির ছাত্রাবাস থেকে মাদক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর প্রতিনিধি: অসংখ্য ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রাবাস থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার এবং বুধবার দুই দিন শিক্ষকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ, শেখ রাসেল, বঙ্গবন্ধু ও জিয়া হলের বিভিন্ন কক্ষে সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক রেজিস্টার সাইফুল ইসলাম।

অভিযানের সঙ্গে সঙ্গে হলগুলো খুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, হাসুঁয়া বা তরবারির মত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রের সংখ্যা শতাধিক। আরও রয়েছে বিপুল পরিমাণ রড, লোহার পাইপ, হকিস্টিক, হেলমেট ও বাঁশের লাঠি।

এছাড়া মদের বোতলসহ কিছু মাদকও উদ্ধার করা হয় এসব হল থেকে।

উদ্ধার করা অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেনাবাহিনী শিক্ষকদের উপস্থিতিতে সেসব কোতয়ালী থানায় জমা দিয়েছে বলেও জানান রেজিস্টার।

প্রশ্ন উঠেছে এসব হলের সুপার ও প্রশাসনের দায়িত্ব পালন নিয়ে। কিভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এত বিপুল সংখ্যক অস্ত্র প্রবেশ করেছে এবং এসব অস্ত্র নিয়ে শিক্ষার্থীরা কিভাবে অবস্থান করেছে?

জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন,তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। সব হল সুপার আগেই পদত্যাগ করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার এখতিয়ার আমার নেই। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসলে এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


হাবিপ্রবির ছাত্রাবাস থেকে মাদক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

দিনাজপুর প্রতিনিধি: অসংখ্য ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রাবাস থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার এবং বুধবার দুই দিন শিক্ষকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ, শেখ রাসেল, বঙ্গবন্ধু ও জিয়া হলের বিভিন্ন কক্ষে সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক রেজিস্টার সাইফুল ইসলাম।

অভিযানের সঙ্গে সঙ্গে হলগুলো খুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, হাসুঁয়া বা তরবারির মত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রের সংখ্যা শতাধিক। আরও রয়েছে বিপুল পরিমাণ রড, লোহার পাইপ, হকিস্টিক, হেলমেট ও বাঁশের লাঠি।

এছাড়া মদের বোতলসহ কিছু মাদকও উদ্ধার করা হয় এসব হল থেকে।

উদ্ধার করা অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেনাবাহিনী শিক্ষকদের উপস্থিতিতে সেসব কোতয়ালী থানায় জমা দিয়েছে বলেও জানান রেজিস্টার।

প্রশ্ন উঠেছে এসব হলের সুপার ও প্রশাসনের দায়িত্ব পালন নিয়ে। কিভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এত বিপুল সংখ্যক অস্ত্র প্রবেশ করেছে এবং এসব অস্ত্র নিয়ে শিক্ষার্থীরা কিভাবে অবস্থান করেছে?

জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন,তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। সব হল সুপার আগেই পদত্যাগ করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার এখতিয়ার আমার নেই। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসলে এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে।