প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৩, ৪:৫২ পি.এম
হোসেনপুর ডিগ্রি কলেজের রজত জয়ন্তী পালন উপলক্ষে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার সবুজে শ্যামলে ভরা হোসেনপুর ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী পালনের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারী) দুপুরে হোসেনপুর ডিগ্রি কলেজ চত্বরে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মোনায়েম খান।
এসময় তিনি জানান, ১৯৯৮ সালে হোসেনপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা লাভ করে। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য আগামী ৮ ফেব্রুয়ারীর মধ্যে রেজিষ্ট্রেশনের আহবান জানিয়েছেন। আর অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারী। তাই সকল শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও উপস্থিতির জন্য অনুরোধ জানান অধ্যক্ষ।
এসময় কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.