কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ কিশোরগঞ্জ-নীলফামারী সড়কে আজ সকালে পুটিমারী মন্থনায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নীলফামারী ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা আশরাফুল ইসলাম সোহেল (৪০) তার কিশোরগঞ্জের বাসা থেকে সকাল ৮টার সময় মোটরসাইকেলযোগে নীলফামারী যাচ্ছিলেন। পথে মন্থনা মাদ্রাসার বাউন্ডারী ওয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হন। কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তী করলে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
তিনি কিশোরগঞ্জ বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক মোফাজ্জেল হোসেনের ২য় পুত্র। তার ১ ছেলে এক মেয়ে রয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার ঘটনার
সত্যতা স্বীকার করেছেন।